ফিক্সড ডিপোজিটে আরও সুদ বাড়াল HDFC ব্যাঙ্ক, লাভবান হবেন কোন গ্রাহকরা ?

কলকাতা: বাজেট ঘোষণা হতেই গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC। ফিক্সড ডিপোজিটের উপর আরও বেশি সুদ দেওয়ার কথা ঘোষণা করল এই ব্যাঙ্ক৷…

HDFC bank

কলকাতা: বাজেট ঘোষণা হতেই গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC। ফিক্সড ডিপোজিটের উপর আরও বেশি সুদ দেওয়ার কথা ঘোষণা করল এই ব্যাঙ্ক৷ এবার থেকে ৭.৯ শতাংশ হারে সুদ মিলবে এইচডিএফসি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে। ৩ কোটি টাকার কম আমানতের উপর সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা৷ ২৪ জুলাইয়ের পর থেকেই নয়া সুদের হার কার্যকর করা হবে বলে জানানো হয়েছে৷

 

নয়া নিয়মে সাধারণ নাগরিকরা HDFC ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের উপর সর্বোচ্চ ৭.৪০ শতাংশ সুদ পাবেন৷ সেখানে প্রবীণ নাগরিকরা স্বাভাবিক নিয়মে ৫০ বেসিস পয়েন্ট বেশি অর্থাৎ ৭.৯০ শতাংশ সুদ পাবেন৷ তবে ৫৫ মাস অর্থাৎ ৪ বছর ৭ মাসের মেয়াদে ফিক্সড ডিপোজিটের উপর এই সুদ পাওয়া যাবে৷