NPS-এ নতুন স্কিম! সন্তানের ভবিষ্যত হবে সুরক্ষিত

কলকাতা: এতদিন পর্যন্ত ন্যাশনাল পেনশন স্কিমে কেবলমাত্র ১৮ থেকে ৭০ বছর বয়সীরা তাদের অবসরের কথা ভেবে এই ফান্ডে টাকা রাখতে পারতেন এবং ৬০ বছর বয়স…

WhatsApp Image 2024 07 24 at 1.55.13 PM

কলকাতা: এতদিন পর্যন্ত ন্যাশনাল পেনশন স্কিমে কেবলমাত্র ১৮ থেকে ৭০ বছর বয়সীরা তাদের অবসরের কথা ভেবে এই ফান্ডে টাকা রাখতে পারতেন এবং ৬০ বছর বয়স হলে সেই টাকার কিছু অংশ তুলে বাকিটা মাসে মাসে পেনশনের আকারে পেতেন তবে এবার এর সঙ্গে যুক্ত হল নতুন সুবিধে৷

NPS Vatsalya স্কিমে টাকা জমাতে পারবেন অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে৷ সন্তানের বয়স ১৮ হয়ে গেলে এই ফান্ডে জমানো টাকা তুলে নেওয়া যাবে৷ পুরো টাকা তুলে নেওয়া আগে এই বিশেষ স্কিমে জমানো টাকার পুরোটাই সাধারণ এনপিএস অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়ে যাবে৷ খুব সহজেই সন্তানের বয়স ১৮ বছর হয়ে গেলে এই স্কিমটি একটি নন-এনপিএস স্কিমে পরিণত হয়ে যাবে৷  এছাড়াও এনপিএসে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানিগুলি এবার থেকে ১০ শতাংশের বদলে কর্মীর বেতনের ১৪ শতাংশ পর্যন্ত টাকা এনপিএসে জমা করতে পারবে। এটা শুধুমাত্র বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রেই প্রযোজ্য।