এবার জলের দরে তেল বিক্রি, শূন্যের নিচে তেলের ব্যারেল

এবার জলের দরে তেল বিক্রি, শূন্যের নিচে তেলের ব্যারেল

imagesmissing

ওয়াশিংটন: করোনা ধাক্কায় এবার জলের দরে তেল বিক্রি! আন্তর্জাতিক অর্থনীতির হাল খারাপ হতেই তেলের দামে ঘটল ঐতিহাসিক পতন৷ আমেরিকায় অপরিশোধিত তেলের দাম একবারে শূন্যের নেমে গিয়েছে৷ এক ব্যারেল প্রায় ১৫৯ লিটার অপরিশোধিত তেলের দাম দাড়িয়েছে -৩৭.৬৩ ডলার (মাইনাস)৷ ভারতীয় মুদ্রায় -২৮৮৬ টাকা (মাইনাস)৷ তবে, আদ অপরিশোধিত তেলের দাম ‘মাইনাসে’র গণ্ডি কাটিয়ে একটু উপরে উঠেছে৷ তবে, বিশ্ববাজারে তেলের হতাশাজনক ছবি ধরা পড়লেও ভারতের বাজারে কমবে জ্বালানির দাম? সেটা অবশ্য কেন্দ্র ও রাজ্য সরকারে কর নীতির উপর নির্ভর করছে৷

আমেরিকার তেলের দামের সূচক ডব্লুটিআই ফিউচার্স মাইনাস ৩৭.৬৩ ডলারে নেমে গিয়েছে৷ আগামী এক মাসে তেলের দাম কত হবে তা নির্দিষ্ট করে দেয় এই ডব্লিউটিআই ফিউচার্স৷ জানা গিয়েছে, ক্ষতি রুখতে ইতিমধ্যেই জুন মাসে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ২০.৪৩ ডলার, জুলাই মাসে ২৬.১৮ ডলার হিসাবে নির্দিষ্ট করে রাখা হয়েছে৷

কিন্তু, কেন এই হাল? করোনার প্রভাবে অধিকাংশ দেশ এখন অচল৷ চলছে না গাড়ি৷ ফলে তেলের চাহিদা ৩০ শতাংশ কমে গিয়েছে৷ বিমান পরিষেবা বন্ধ থাকায় দাম তলানিতে ঠেকেছে৷ আর তার জেরে এই মুহূর্তে তেলের উৎপাদন ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত দিয়েছেন ওপেক৷ কিন্তু তাতেও পতন ঠেকানো গেল না৷ তবে, বিশ্ববাজের এই পতন ভারতের বাজারে তেমন প্রভাব পড়বে না৷ কেননা, তেলের দান ওঠানামা করলেও খুচরো বাজারে খুব কম দামের হেরফের হয়৷ ২০১৫ সালে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ২৮ ডলারে  পৌঁছেছিল  গেলও তার প্রভাব বাজারে পড়েনি৷ তারপর থেকে সেই ধারা এখনও অব্যাহত৷ উল্টে কেন্দ্র-রাজ্যের করের বোঝা তো আছেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *