isf
কলকাতা: ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে নওশাদ সিদ্দিকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সভা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাই কোর্ট৷ যদিও ৯টি শর্তে সভা করার অনুমতি পায় নওশাদের দল৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার৷ শুনানি শেষে আইএসএফ-এর সভার অনুমতি খারিজ করে দেয় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের নির্দিষ্ট স্থানে সভা করতে হবে৷ অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবেন না নওশাদ৷ এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, রাস্তা আটকে সভা করতে পারবে না আইএসএফ। তাদের কোনও ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে সভা করতে পারবে। রাজ্যের সঙ্গে আলোচনা করে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দলীয় কর্মসূচির আয়োজন করবে নওশাদ সিদ্দিকির দল৷