কেন্দ্রের বাজেট রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বললেন মমতা‘! অভিষেক বললেন, বাংলা লাঞ্ছিত-বঞ্চিত

কলকাতা: কেন্দ্রের বাজেটে নাখুশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বঞ্চনার অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ কেন্দ্রের বাজেটকে গরিব…

mamata avi new

কলকাতা: কেন্দ্রের বাজেটে নাখুশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বঞ্চনার অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ কেন্দ্রের বাজেটকে গরিব বিরোধী, জনগণ বিরোধী, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় বসে তাঁর সাফ কথা, “বাজেটে বাংলা কিছু নাই দিতে পারে, কিন্তু অপমান করলে তার জবাব মানুষ দেবে।”

 

এদিকে, অভিষেক বলেন, “ধারাবাহিকভাবে লাঞ্ছনা এবং বঞ্চনা। এই নিয়ে যা বলার তা হাউসেই বলব। এখন কিছু বলছি না।” তিনি আরও বলেন, “এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ৷ জিরো গ্যারান্টি, জিরো ওয়ারেন্টি।” এরপরই অভিষেকের আরও সংযোজন, “বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত করে রেখেছে। এটা নতুন কিছু নয়। এই যে বারোজন সাংসদ পাঠিয়েছে তার নিট ফল শূন্য।”