abhishek
কলকাতা: নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই মতো মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করেছে ধূপগুড়ি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজে সেই খবর জানান৷ তিনি জানান, ধূপগুড়িকে পৃথক মহকুমা করার বিষয়ে যে আইনি জট ছিল তা কেটে গিয়েছে। সেইসঙ্গে এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশ্যে এসেছে। সেখানে ধূপগুড়ির ভৌগলিক পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানা গিয়েছে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷৷ তিনি বলেন,‘‘কথা দিয়ে কথা রাখার নামই হল তৃণমূল।’’ প্রসঙ্গত, গত বছর ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে ভিষেকের প্রতিশ্রুতি ছিল, ধূপগুড়িকে মহকুমা করা হবে। সেইমতোই চারমাসের মধ্যে ধূরগুড়িকে পৃথক মহকুমার স্বীকৃতি দেওয়া হল৷
সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও লেখেন, ‘‘গত ২ সেপ্টেম্বর আমি কথা দিয়েছিলাম, ধূপগুড়িকে পৃথক মহকুমা করা হবে। আমাদের মা-মাটি-মানুষের সরকার তা পূরণ করেছে। মাইল মাইল দূর থেকেও আমি আজ সেখানকার মানুষের উদ্বেল হওয়া মুখগুলি দেখতে পাচ্ছি।’’