আজ সঙ্গে রাখুন ছাতা! দিনভর ভারী দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

কলকাতা: পূর্বাভাস ছিলই৷ সেই মতোই মঙ্গলবার সকাল থেকে আকাশের মুখ ভার। আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার ও বুধবার…

rain kolkata 1

কলকাতা: পূর্বাভাস ছিলই৷ সেই মতোই মঙ্গলবার সকাল থেকে আকাশের মুখ ভার। আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া রয়েছে।

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়৷ বুধবারও ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমানে। মঙ্গলবার  ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। অন্যদিকে, এই দু’দিনই বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুরে৷ উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সতর্ক জারি করা হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বৃষ্টি নামতে পারে মালদা ও দুই দিনাজপুরে৷