Supreme Court
কলকাতা: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তাঁর আবেদন খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার। অভিষেকের আবেদনটি শুনানির তালিকায় রাখা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন শীর্ষ আদালতের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। তাঁর পর্যবেক্ষণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের কোনও যুক্তি সঙ্গত কারণ নেই।
গত ১০ জানুয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ৷ বিচারপতির সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে শোরগোল তৈরি হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে শীর্ষ আদালতে একটি চিঠিও জমা পড়ে৷ এরই মধ্যে হাই কোর্ট থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেকের সম্পত্তির উৎস ও তার হিসাব জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর পরেই সুপ্রিম কোর্টে যান অভিষেক। তাঁর দাবি, বিচারপতি রাজনৈতিক ভাবে প্রভাবিত এবং তিনি বিচারাধীন বিষয় নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন৷ এছাড়াও, আদালতের ভিতরে বা বাইরে বাদী-বিবাদী পক্ষকে নিয়ে নানা মন্তব্য করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তিনি যাতে বিচারিধীন বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করেন, সেই আর্জিও জানিয়েছিলেন অভিষেক৷