ডিজিটাল বিপ্লব! Jio-র অংশীদারি কিনল Facebook, ৪৩,৫৭৪ কোটির বিনিয়োগ

ডিজিটাল বিপ্লব! Jio-র অংশীদারি কিনল Facebook, ৪৩,৫৭৪ কোটির বিনিয়োগ

3 stocks recomended

নয়াদিল্লি: লকডাউন আহবে নিঃশব্দে ডিজিটাল বিপ্লব ঘটাল ফেসবুক ও জিও৷ ৫.৭ বিলিয়ন ডলার, ভারতীয় অর্থমূল্য প্রায় ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকার বিনিময়ে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৯.৯ শতাংশ শেয়ার কিনতে চলেছে মার্ক জুকেরবার্গের ফেসবুক৷ ভারতের বাজারে ব্যবসা বাড়ানোর লক্ষ্যে এই মেলবন্ধন বলে জানিয়েছেন জুকেরবার্গ৷

বুধবার নিজের ফেসবুক পেজে জুকেরবার্গ লিখেছেন,  বিশ্বজুড়ে ফেসবুকের গ্রাহক সংখ্যা বাড়ানোর লক্ষ্যে জিও’র সঙ্গে গাঁটছড়া বধতে চলেছে ফেসবুরক৷ মুকেশ আম্বানির সংস্থার তরফে বিবৃতি দিয়ে এই চুক্তির কথা ঘোষণা করা হয়েছে৷

জানানো হয়েছে, ফেসবুক ও জিও ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ করবে৷ ব্যবসায় বিনিয়োগের জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা করছিল রিলায়েন্স৷ তেলের দাম কমতে থাকায় ইতিমধ্যেই বড়সড় ক্ষতি হয়েছে  রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের৷ আর সেই কারণে ১৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে সৌদি তেল শোধন সংস্থাকে নিজের ২০ শতাংশ শেয়ার বেচে দেওয়ার বিষয়েও আলোচনা চালাচ্ছে রিলায়েন্স৷ এই আলোচনার মধ্যেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের দিকে হাত বাড়িয়ে দিয়েছে ফেসবুক৷

এই মুহূর্তে চিনের পর ভারতে রয়েছে ফেসবুকের সব থেকে বেশি গ্রাহক৷ ফেসবুকের মেসেজিং অ্যাপ থেকে শুরু করে হোয়াটসঅ্যাপে এখন ভারতে ৪০ কোটিরও বেশি গ্রাহক রয়েছে৷ মনে করা হচ্ছে, নয়া এই চুক্তির জেরে দেশের ডিজিটাল প্ল্যাটফর্মের চেহারা আমূল বদলাতে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =