ayodhya
কলকাতা: সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় পথ খুলে দিয়েছিল৷ সেই রায়কে সম্বল করেই অযোধ্যায় গড়ে ওঠে রামমন্দির৷ আগামী ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা৷ অপেক্ষার প্রহর গুনছে গোটা দেশ৷ আগামী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় নব নির্মিত রাম মন্দিরের উদ্বোধন করবেন৷ সেই সময় মন্দিরে উপস্থিত থাকবেন বিশিষ্ট অতিথিরা৷ বলিউডি তারকা থেকে ক্রিকেট স্টার, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্ব৷ জানা যাচ্ছে, আমন্ত্রিতের তালিকার থাকবেন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে থাকা পাঁচ বিচারপতি৷ যাঁরা ২০১৯ সালে রাম মন্দির মামলায় ঐতিহাসিক রায় দিয়েছিলেন৷ এই পাঁচ বিচারপতির মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। দীর্ঘ আইনি জটিলতার পর অযোধ্যার বিতর্কিত জমি তুলে দেওয়া হয়েছিল সরকার গঠিত ট্রাস্টের হাতে। পাশাপাশি মসজিদ গঠনের জন্য কেন্দ্রীয় সরকারকে পাঁচ একর জমি দেওয়ার নির্দেশও দেওয়া হয়৷