নিয়োগ মামলায় এবার ২০১৭ সালের টেটের ওএমআর শিটের ‘ডিজিটাইজড কপি’ চাইল হাইকোর্ট

কলকাতা: টেট বিতর্কে নয়া মোড়৷ ২০১৪ সালের প্রাথমিক টেট নিয়ে জটিলতা এখনও কাটেনি৷ এরই মধ্যে বিতর্কের শিরোনামে ২০১৭ সালের প্রাথমিক টেট৷ ওই বছর টেটের উত্তরপত্র…

hihg court

কলকাতা: টেট বিতর্কে নয়া মোড়৷ ২০১৪ সালের প্রাথমিক টেট নিয়ে জটিলতা এখনও কাটেনি৷ এরই মধ্যে বিতর্কের শিরোনামে ২০১৭ সালের প্রাথমিক টেট৷ ওই বছর টেটের উত্তরপত্র বা ওএমআর শিটের সমস্ত ‘ডিজিটাইজড কপি’ তলব করল কলকাতা হাইকোর্ট।

শুক্রবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি তলার সময় এমনই নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১৪ অগাস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিনই পর্ষদকে ওএমআর শিটের কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

 

টিনা মুখোপাধ্যায় নামে এক মামলাকারী ২০১৭ সালের টেটে অকৃতকার্য হন৷ এর পর তিনি পর্ষদের কাছে ওএমআর শিটের কপি দেখার জন্য আবেদন জানান। অভিযোগ, আসল ওএমআর শিটের বদলে পর্ষদ তাঁকে ওএমআর শিটের একটি ফটোকপি দেয়৷ মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, তাঁর মক্কেলকে ওএমআর শিটের যে কপি দেওয়া হয়েছে সেটি আদৌ তাঁর নয়।