‘রাজ্যপাল বলে কি সাত খুন মাফ’! রাজ্যপাল বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নির্যাতিতা

কলকাতা: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী৷ শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা…

কলকাতা: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী৷ শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে জোর সওয়াল করেন নির্যাতিতার আইনজীবী। এই মামলায় রাজ্যের উদ্দেশে নোটিস জারি করেছে শীর্ষ আদালত। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকেও মামলায় যুক্ত যেতে পারে পারে স্বাধীনতা দেওয়া হয়েছে মামলাকারীকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু এক বিবৃতিতে বলেন, ‘‘পদ এবং ক্ষমতার ব্যবহার করে যৌন হেনস্থার মতো ঘটনাকে ঢাকা দেওয়া যাবে না৷ সুপ্রিম কোর্ট এই মর্মে দিক্‌নির্দেশ করবে।’’

 

এদিন নির্যাতিতার আইনজীবী আদালতে বলেন, ‘‘রাজ্যপাল বলেই কি সাত খুন মাফ! সংবিধানের ৩৬১ ধারার দোহাই দিয়ে রাজ্যপাল ফৌজদারি মামলা থেকে পুরোপুরি অব্যাহতি পেতে পারেন না। এমন হলে আমার মক্কেল সুবিচার থেকে বঞ্চিত হবেন।”