mamata banerjee
কলকাতা: সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট অতিথিরা। একই দিনে কলকাতায় ‘সংহতি মিছিল’-এর ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে পুজো দিয়ে হাজরা পার্ক থেকে মিছিল শুরু করলেন তিনি। মুখ্যমন্ত্রীর পিছনের সারিতে হাঁটতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ তাঁর পাশে রয়েছেন তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী সুজিত বসু এবং মন্ত্রী মন্ত্রী জাভেদ খান। ‘সংহতি মিছিল’-এ যোগ দিলেন হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, পারসি, ইহুদি ধর্মগুরুরা৷ মুখ্যমন্ত্রী পাশে হাঁটলেন তাঁরাও৷
বেলা ৩টের সময় কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে মিছিল শুরু করেন মমতা৷ হাজরা ল’ কলেজের কাছে স্কুটারে চাপেন মমতা। সেখান থেকে যান নিকটস্থ গড়চার গুরুদ্বার। সেখানে চাদর চড়িয়ে কুশল বিনিময়ে করেন শিখ ধর্মগুরুদের সঙ্গে। ততক্ষণ তাঁর জন্য অপেক্ষা করছিল মিছিল। সেখানে ফিরে এসে ফের হাঁটা শুরু করেন৷ বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল পৌঁছয় পার্ক সার্কাসে৷ সেখানে এক গির্জায় প্রবেশ করে প্রার্থনা করেন মমতা।