sukumar
কলকাতা: উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সরবেড়িয়া গ্রামে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে মার খেতে হয়েছিল ইডি আধিকারিকদের৷ সেই ঘটনার পর দুই সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু, এখনও অধরা তৃণমূল নেতা শেখ শাহজাহান৷ সেই সন্দেশখালিতেই সোমবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ‘সংহতি যাত্রা’ পালন করা হয়৷ সেই মিছিল থেকেই তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো জানালেন, আড়ালে থাকা শাহজাহানের নির্দেশেই সংগঠন চলছে। তিনি আছেন। সুকুমারের কথায়, ‘রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।’ বিধায়ক আরও বলেন, ‘‘সন্দেশখালির জননেতা শেখ শাহজাহান। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সংহতি মিছিল করছি। আদালতের উপর আমাদের পূর্ণ ভরসা আছে। আইন আইনের পথে হাটবে।’’
এর পরেই শাহাজাহনকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সন্দেশখালির বিধায়ক। তিনি বলেন, ‘‘সংগঠন তো তিনিই করেছেন। ব্লক সভাপতিও তিনি। অঞ্চল সভাপতি তাঁর নেতৃত্বে তৈরি হয়েছে। এখানে সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে বিজেপি। আমরা সংগঠিত দল। আমরা সংগঠিত ভাবেই চলব।’’