‘ছাই নয়, জীবন্ত নেতাজিকে চাই…’, দেশনায়ককে স্মরণ করে কেন্দ্রকে বিঁধলেন মমতা

‘ছাই নয়, জীবন্ত নেতাজিকে চাই…’, দেশনায়ককে স্মরণ করে কেন্দ্রকে বিঁধলেন মমতা

mamata

কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার৷ নেতাজির মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধাজ্ঞাপনের পর সংক্ষিপ্ত বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল কেন্দ্র বিরোধিতার সুর৷ তিনি বলেন, ‘২০ বছর ধরে চেষ্টা চালিয়েও নেতাজির জন্মদিনকে জাতীয় দিবস করতে পারিনি। আমি লজ্জিত, ক্ষমাপ্রার্থী। রাজনৈতিক কারণে ছুটি হয়, দেশ নায়কের জন্মদিনে জাতীয় ছুটি হয় না।’ 

এতদিনে নেতাজির মৃত্যু রহস্য উদঘাটন না হওয়া আক্ষেপের সুরও শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। তিনি এদিন বলেন, আমরা জীবন্ত নেতাজিকে চাই, ছাই চাই না। মুখ্যমন্ত্রী বলেন, ‘নেতাজির মূর্তির সামনে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করে, আর নেতাজির মতো নেতা জন্মালেন না। আরেকটা নেতাজি, গান্ধীজি, রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ জন্মাবে না।’’ তিনি বলেন, ‘আমাকে একবার ছাই ( রেনকোজি মন্দিরে অবস্থিত ছাই) নেওয়ার জন্য বলেছিল। আমি নিতে চাই না। আমি জীবন্ত নেতাজি চাই, ছাই নয়।’ তাঁর কথায়, ‘ছাই চাই না, ছাই দিয়ে আগুন চাপা যায় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *