মধ্যবিত্তের মাথায় হাত! ফের FD-তে সুদ কমাল SBI, কিছুটা সস্তা গৃহঋণ

মধ্যবিত্তের মাথায় হাত! ফের FD-তে সুদ কমাল SBI, কিছুটা সস্তা গৃহঋণ

3 stocks recomended

 

নয়াদিল্লি: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত  ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) বৃহস্পতিবার বেঞ্চমার্ক লেন্ডিং রেট ১৫ বেসিস পয়েন্ট কমাল৷ সেইসঙ্গে চড়া সুদের হারে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ আমানত প্রকল্প চালু করল এসবিআই৷ স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদ কমিয়েছে ভারতীয় স্টেট ব্যাংক৷ ৩ বছর পর্যন্ত সমস্ত ধরনের স্থায়ী আমানতে ২০ বেসিস পয়েন্ট সুদ কমানো হয়েছে৷ আগামী ১২ মে থেকে নয়া সুদের হার কার্যকর হবে বলে খবর৷

এদিন এসবিআই-এর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে প্রবীণ নাগরিকদের আর্থিক ভাবে সাবলম্বী করতে তাঁদের জন্য আনা হয়েছে ‘এসবিআই উই কেয়ার ডিপোজিট’৷ এটি একটি রিটেল টার্ম ডিপোজিট বিভাগ৷ এই প্রকল্পে ৫ বছর বা তার বেশি মেয়াদী প্রকল্পে প্রবীণ নাগরিকদের ৩০ বেসিস পয়েন্ট প্রিমিয়াম, টার্ম ডিপোজিটে প্রদান করবে ব্যাংক।

এদিকে ৩ বছর পর্যন্ত রিটেল টার্ম ডিপোজিটে সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমাল এসবিআই৷ ১২ মে থেকে লাগু হবে এই সিদ্ধান্ত। সেভিংস ডিপোজিট রেটের পাশাপাশি মার্জিন্যাল কস্ট বেসড লেন্ডিং রেট (এমসিএলআর)-ও কমাচ্ছে এসবিআই। আগামী ১০ মে থেকে সব পরিশোধ মেয়াদে ৭.২৫ শতাংশ করা হল সুদের হার। আগে এমসিএলআর-এ সুদের হার ছিল ৭.৪০ শতাংশ৷ সেটাই  ১০ মে থেকে ১৫-বেসিস পয়েন্ট কমছে। এই নিয়ে গত কয়েক বছরে প্রায় ১২ বার এমসিএলআর-এ কমানো হল সুদের হার। এর জেরে এমসিএলআর-এর সঙ্গে যুক্ত গৃহঋণ প্রকল্পে ৩০ বছরের পরিশোধ মেয়াদে ২৫ লক্ষ টাকা অবধি গৃহঋণের ক্ষেত্রে বছরে প্রায় ২৫৫ টাকা কমলো ইএমআই৷  

গত মাসে এসবিআই এক্সটারনাল বেঞ্চমার্ক বেসড লেন্ডিং রেট কমিয়েছিল ৭৫ বেসিস পয়েন্ট। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর ফলে এসবিআইয়ের যে লাভ হয়েছিল, তা পুরোটাই তারা দিয়েছিল গ্রাহকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =