temperature
কলকাতা: রাজ্যে ফের পারদ পতন৷ এক ধাক্কায় প্রায় দু’ডিগ্রি তাপমাত্রা কমল মহানগরীর। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি৷ বৃহস্পতিবার পারদ নামে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। তবে বুধবার আকাশের মুখ ছিল ভার৷ দুপুর থেকে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হয়েছে৷ তবে বুধবার সকাল থেকেই আকাশ পরিষ্কার৷ মেঘ সরতেই নেমেছে পারদ৷ আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভবনা নেই। আবহাওয়া মূলত শুকনোই থাকবে৷ সেই সঙ্গে ঢুকবে উত্তুরে হাওয়া৷ কনকনে ভাব বজায় থাকবে আগামী কয়েক দিন৷
দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও সোমবার পর্যন্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিং জেলায়৷ রয়েছে তুষারপাতের সম্ভাবনাও।