‘লোকসভায় বিজেপির প্রার্থী হবেন’, খোঁচা কিশোর দত্তের, ‘কী ভাবে এজি হয়েছেন জানি’, পাল্টা বিচারপতি

‘লোকসভায় বিজেপির প্রার্থী হবেন’, খোঁচা কিশোর দত্তের, ‘কী ভাবে এজি হয়েছেন জানি’, পাল্টা বিচারপতি

kishore datta

কলকাতা: কলকাতা হাই কোর্টে দুই বিচারপতির বেনজির সংঘাত। মেডিকেলে ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলা একে অপরের বিরুদ্ধে কার্যত খড়্গহস্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেন৷ এরই মধ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত বলেন, ‘‘আপনার বিষয়ে আমার কাছে পাকা খবর রয়েছে। সেটা কী? বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চাইলে এজি বলেন, ‘‘আপনি আসন্ন লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হতে চলেছেন৷’’ 

এজির কথা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, এটা সঠিক কথা নয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, আপনি কীভাবে অ্যাডভোকেট জেনারেল হয়েছেন সেটা আমার জানা আছে। একবার তো আপনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। আবার ফিরে এসেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =