এই গাছের কাঠ বিক্রি করে কোটিপতি হতে পারেন

কলকাতা: এই গাছে কাঠ বিক্রি করে হয়ে উঠতে পারেন কোটিপতি! দেশের অধিকাংশ মানুষই যুগের পর যুগ ধরে কাষ্ঠল গাছ রোপণ করে থাকেন৷ এর মধ্যে অন্যতম…

WhatsApp Image 2024 07 10 at 10.18.02 PM

কলকাতা: এই গাছে কাঠ বিক্রি করে হয়ে উঠতে পারেন কোটিপতি! দেশের অধিকাংশ মানুষই যুগের পর যুগ ধরে কাষ্ঠল গাছ রোপণ করে থাকেন৷ এর মধ্যে অন্যতম হল সেগুন, শিশু, মেহগনি ইত্যাদি তবে এইসব গাছ থেকে কাঠ পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়৷

তাই আপনি মালাবার নিম নামে কাষ্ঠল গাছ রোপণ করতে পারেন৷ মজার বিষয় হল, মাত্র ৬ বছরেই বেড়ে ওঠে এই গাছ৷ এর থেকে কৃষকরা ২০ লক্ষ টাকারও বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছেন৷ যদি গাছগুলিকে ১০ বছর ধরে রাখা হয় তাহলে এই সময়ের মধ্যে এর মূল্য আরও বেড়ে যাবে৷ আসলে ১০ বছর সময়ের মধ্যে মালাবার নিমের কাঠের গুণমান অনেকটাই বেড়ে যায়৷ তাই তা কিলোগ্রাম হিসেবে বিক্রি না করে৷ সরাসরি আসবাব নির্মাণ সংস্থাগুলির কাছে বিক্রি করা যেতে পারে৷ যার ফলে এর মূল্য হয়ে যায় প্রতি বর্গফুটে ১০০০ টাকা বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *