হ্যাকার হানার ব্রোকিং সংস্থা! আপনার টাকা সুরক্ষিত আছে?

কলকাতা: হ্যাকারের কবলে এই স্টক ব্রোকিং সংস্থা৷ আপনি যে বিনিয়োগ করেছেন সেটা সুরক্ষিত তো? সংস্থার সাইটে হ্যাকার হানার ঘটনায় বিপদের মুখে বিপুল সংখ্যক বিনিয়োগকারীর তথ্য৷…

WhatsApp Image 2024 06 20 at 1.42.12 PM

কলকাতা: হ্যাকারের কবলে এই স্টক ব্রোকিং সংস্থা৷ আপনি যে বিনিয়োগ করেছেন সেটা সুরক্ষিত তো? সংস্থার সাইটে হ্যাকার হানার ঘটনায় বিপদের মুখে বিপুল সংখ্যক বিনিয়োগকারীর তথ্য৷ সূত্রের খবর, অন্তত ৮০ লক্ষ বিনিয়োগকারীর তথ্য ফাঁস হয়েছে এই হ্যাকার হানায়৷

একাধিক সংবাদ সংস্থায় প্রকাশিত- Angel One-সংস্থার তথ্যভাণ্ডার হ্যাক করে বিনিয়োগকারীদের৷ ব্যক্তিগত তথ্য, অর্থনৈতিক তথ্য, নাম, ঠিকানা ফাঁস করেছে হ্যাকার৷ বিভিন্ন প্রতিবেদন সূত্রের খবর হ্যাকার দাবি করেছে তাঁর কাছে সংবেদনশীল তথ্য রয়েছে৷ যার মধ্যে রয়েছে স্টক মার্কেটে লাভ-ক্ষতির যাবতীয় খতিয়ান
বিজনেস স্ট্যান্ডার্ডের একটি রিপোর্ট অনুযায়ী, বিশেষজ্ঞরা মনে করছেন, এই তথ্য ২০২৩ সালের
এর আগে ২০২২ সালে CDSL-এর একটি অংশের তথ্যও ফাঁস হয়েছিল৷ বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *