‘আপনার ধর্ম কী?’ রাহুলের সফরের আগে পোস্টারে ছয়লাপ রায়বরেলী! ‘বিজেপির চক্রান্ত’ দেখছে কংগ্রেস

নয়াদিল্লি:  কংগ্রেস সাংসদ রহুল গান্ধীর সফরের ঠিক আগে তাঁর লোকসভা কেন্দ্র রায়বরেলীতে পড়ল পোস্টার। ‘হিন্দুবিরোধী’ মন্তব্যের জন্য ওই পোস্টারে নিশানা করা হয়েছে লোকসভার বিরোধী দলনেতাকে৷…

rahul gan2

নয়াদিল্লি:  কংগ্রেস সাংসদ রহুল গান্ধীর সফরের ঠিক আগে তাঁর লোকসভা কেন্দ্র রায়বরেলীতে পড়ল পোস্টার। ‘হিন্দুবিরোধী’ মন্তব্যের জন্য ওই পোস্টারে নিশানা করা হয়েছে লোকসভার বিরোধী দলনেতাকে৷

উল্লেখ্য, লোকসভা ভোটে জয়ের পর মঙ্গলবারই প্রথম রায়বরেলীতে পা রাখেন রাহুল গান্ধী। তাঁর সফরের ঠিক আগেই হিন্দিতে পোস্টার পড়ল ‘রাহুল গান্ধী জবাব দিন’৷ প্রশ্ন— ‘আপনার ধর্ম কী?’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতাদের অভিযোগ, অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনেই হিন্দু সমাজকে ‘হিংস্র’ বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। পাল্টা রাহুল এবং কংগ্রেসের দাবি, হিন্দু সমাজ নয়, বিজেপির জন্যেই ওই শব্দ ব্যবহার করা হয়েছে। এই পোস্টারের জন্যেও বিজেপি’কেই দায়ি করেছে কংগ্রেস৷

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *