বাবাকে দেখে হাউ হাউ করে কান্না ছেলের! খোরপোশের মামলা ভুলে কোর্টেই জুড়ল সংসার

কলকাতা: অশান্তির আঁচ সব সংসারেই থাকে৷ কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় ছেলেকে নিয়ে সংসার ছেড়েছিলেন গৃহবধূ৷ এর পর ২০২৩ সালে স্বামীর বিরুদ্ধে খোরপোশের মামলা…

happy family

কলকাতা: অশান্তির আঁচ সব সংসারেই থাকে৷ কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় ছেলেকে নিয়ে সংসার ছেড়েছিলেন গৃহবধূ৷ এর পর ২০২৩ সালে স্বামীর বিরুদ্ধে খোরপোশের মামলা দায়ের করেন তিনি। কিন্তু ভাগ্যের লিখন কেইবা খণ্ডাতে পেরেছে! মামলার শুনানিতে এসে ভাঙা সংসার আবার জোড়া লাগল! সৌজন্যে অবশ্যই ৬ বছরের ছোট্ট ছেলে।

সোমবার শিয়ালদহ আদালতে এসেছিলেন ৩৬ বছরের গৃহবধূ বাবলি মণ্ডল এবং তাঁর স্বামী স্বপন দাস৷  বাবলির অভিযোগ, তাঁর স্বামী ঠিকমতো খোরপোশের টাকা দিচ্ছেন না। সেই সংক্রান্ত মামলারই শুনানি ছিল সোমবার। ছেলেকে সঙ্গে নিয়েই আদালতে এসেছিলেন বাবলি। প্রায় সাত মাস পর বাবাকে দেখে হাউ হাউ করে কাঁদতে শুরু করে খুদে৷ মায়ের হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে বাবার কোলে ওঠে সে৷ কাঁদতে থাকেন স্বপনও৷ এই আবেগঘন দৃশ্য দেখে আদালত চত্বরে উপস্থিত বাবলির বাবা-মা সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন মেয়েকে৷ বাবলি সম্মত হলে আদালত চত্বরেই কথা বলেন তাঁরা৷ চোখের জলে ধুয়ে যায় অভিমান৷ খুব শীঘ্র এই মামলা তিনি তুলে নেবেন বলেও জানান বাবলি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *