বড় সংকটে PNB! কী পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক?

দিল্লি: ফের নিয়ম ভাঙার অভিযোগ। ঘোর সংকটে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। সরকারি আর্থিক প্রতিষ্ঠানটিকে জরিমানা বাবদ দিতে হবে ১.৩ কোটি টাকা। পিএনবির বিরুদ্ধে কড়া সাজার নির্দেশ…

Picsart 24 07 06 14 02 42 840

দিল্লি: ফের নিয়ম ভাঙার অভিযোগ। ঘোর সংকটে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। সরকারি আর্থিক প্রতিষ্ঠানটিকে জরিমানা বাবদ দিতে হবে ১.৩ কোটি টাকা। পিএনবির বিরুদ্ধে কড়া সাজার নির্দেশ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। যার জের আমানতকারীদের কপালে চিন্তার ভাঁজ।

পিএনবির পাশাপাশি আর্থিক অবস্থার অবনতির জন্য কর্নাটকের সিমসা সহকরা ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে আরবিআই। শুক্রবারে, ৫ জুলাই শেষবারের মতো খুলেছিল এই আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাঙ্কের জন্য একজন লিকুইডেটর নিয়োগের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।আরবিআইয়ের এহেন পদক্ষেপে মাথায় হাত আমানতকারীদের। তবে তাঁদের চিন্তা করার কিছু নেই বলে স্পষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। কারণ গ্রাহকদের ৯৯ শতাংশই পুরো টাকা তুলে নিতে পারবেন। তবে এর জন্য ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের কাছে আবেদন করতে হবে তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *