বড় সিদ্ধান্ত ওলা’র! গুগল ম্যাপের সঙ্গে দূরত্ব?

দিল্লি: গুগল ম্যাপের পরিষেবা আর নেবে না ওলা। কিন্তু কেন? কোম্পানির খরচ কমাতে বড় সিদ্ধান্ত নিল দেশের শীর্ষস্থানীয় ক্যাব কোম্পানি ওলা। এই পদক্ষেপ কোম্পানিকে বছরে…

Picsart 24 07 06 17 27 57 030

দিল্লি: গুগল ম্যাপের পরিষেবা আর নেবে না ওলা। কিন্তু কেন?

কোম্পানির খরচ কমাতে বড় সিদ্ধান্ত নিল দেশের শীর্ষস্থানীয় ক্যাব কোম্পানি ওলা। এই পদক্ষেপ কোম্পানিকে বছরে ১০০ কোটি টাকা বাঁচাতে সাহায্য করবে। এখন কোম্পানি গুগল ম্যাপের পরিবর্তে কোম্পানির তৈরি ওলা ম্যাপ ব্যবহার করবে। ওলার ড্রাইভাররা এখন গুগল ম্যাপের পরিবর্তে ব্যবহার করবে ওলা ম্যাপ, যাতে খরচ শূণ্য।

ওলা ম্যাপের API কৃত্রিম ক্লাউডে উপলব্ধ। এর আওতায় আপনি লোকেশন সার্ভিসের সম্পূর্ণ সুবিধা পাবেন। Ola Maps আপনাকে নেভিগেশন API, Places API, Tiles API এবং Routing API প্রদান করবে। এই পরিষেবাটি অ্যান্ড্রয়েডের পাশাপাশি iOS প্ল্যাটফর্মে উপলব্ধ।

এরকম গুরুত্বপূর্ণ সব খবর পেতে ফলো করুন আমাদের পেজ আজ বিকেল। আর বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *