abhishek
কলকাতা: কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ প্রসঙ্গে সুপ্রিম কোর্টে নিজের বক্তব্য তুলে ধরতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনজীবী মারফত শনিবারই শীর্ষ আদালতে বলতে চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ কিন্তু প্রধান বিচারপতি জানান, আগামী সোমবার এই মামলার শুনানির সময় নিজের বক্তব্য রাখতে পারবেন অভিষেকের আইনজীবী। বিচারপতি বনাম বিচারপতির সংঘাতের জেরে শনিবার ছুটির দিনে জরুরি শুনানির আয়োজন করা হয় সুপ্রিম কোর্টে। শনিবার শুনানি চলাকালীন অভিষেকের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় সমস্ত নির্দেশেই কোনও না কোনও ভাবে আমার মক্কেলের নাম টেনে আনেন। অভিষেকের বক্তব্যও শোনা হোক।’’ এর পরেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাঁকে জানান, সোমবার এই মামলার শুনানির সময় নিজের বক্তব্য জানাতে পারবেন অভিষেক।