সকাল থেকেই মেঘলা আকাশ, রথের দিন বৃষ্টি হবে কি? আপডেট দিল হাওয়া অফিস

কলকাতা: সময়ের চেয়ে অনেক দেরিতেই এবার বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গে৷ তাও সে ভাবে বৃষ্টি নামেনি এখনও৷ জুলাইয়ের প্রথম সপ্তাহ শেষেও ভারী বৃষ্টির দেখা নেই দক্ষিণে৷ তার উপর…

কলকাতা: সময়ের চেয়ে অনেক দেরিতেই এবার বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গে৷ তাও সে ভাবে বৃষ্টি নামেনি এখনও৷ জুলাইয়ের প্রথম সপ্তাহ শেষেও ভারী বৃষ্টির দেখা নেই দক্ষিণে৷ তার উপর রয়েছে আদ্রতাজনিত অস্বস্তি৷ কবে নামবে স্বস্তির বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনি ও রবিবার রাজ্যের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলায়৷

শনিবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়৷ রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই৷

 

এদিকে, শনিবার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি৷ ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে আগামী ২৪ ঘন্টায়৷ মালদহ ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *