Weather
কলকাতা: মেঘ মুক্ত রোদ ঝলমলে আকাশে বেশ শীত উপভোগ করছে বঙ্গবাসী৷ কিন্তু এই সুখ বেশি দিনের নয়৷ তেমনই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিস জানাচ্ছে, জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টি নামতে চলেছে দক্ষিণবঙ্গে। তবে আপাতত আগামী তিন দিন মনোরম আবহাওয়াই থাকবে বাংলা জুড়ে। সকালে হালকা কুয়াশা থাকলেও ধীরে ধীরে তা পরিষ্কার হয়ে নীল আকাশের দেখা মিলবে। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশায় ঢাকা থাকবে। বিহারে কোল্ড ডে পরিস্থিতির প্রভাব পড়বে এ রাজ্যের সংলগ্ন জেলাগুলিতে। দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টি হবে।
হঠাৎ বৃষ্টি কেন? উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে, রাজস্থানের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত৷ একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে মালদ্বীপ থেকে কর্ণাটক পর্যন্ত৷ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার রাতেই ঢুকে পড়বে। যার জেরেই বুধবার অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার ফেব্রুয়ারি মাসের প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তবে বৃষ্টির তীব্রতা কতটা থাকবে, সে বিষয়ে নির্দিষ্টভাবে জানায়নি আলিপুর আবহাওয়া দফতর৷