‘২০২৬ সালে মরে যাব’, জামিনের আর্জি জানিয়ে আদালতে কেঁদে ভাসালেন মানিক

কলকাতা: জামিন পেতে অদ্ভূত যুক্তি মানিকের৷ আদালতে বললেন, আয়ু আর মাত্র ২ বছর! তাই তাঁকে জামিন দেওয়া হোক৷ প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হন…

Manik Bhattacharya bail

কলকাতা: জামিন পেতে অদ্ভূত যুক্তি মানিকের৷ আদালতে বললেন, আয়ু আর মাত্র ২ বছর! তাই তাঁকে জামিন দেওয়া হোক৷

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হন মানিক ভট্টাচার্য। বারবার জামিনের আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। সুপ্রিম কোর্টেও তাঁর জামিন মঞ্জুর হয়নি। শীর্ষ আদালত সেই সময় জানিয়েছিল, জামিন মামলার ত্রুটি সংশোধন করে হাই কোর্টে আবেদন করতে হবে। সেই মতো উচ্চ আদালতের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক৷ তবে কোনও আইনজীবী নিয়োগ করেননি। নিজেই সওয়াল করেন। বৃহস্পতিবার জামিন চেয়ে কেঁদে ফেলেন তিনি। তিনি বলেন, “২০১৬ সালে আমার অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় চিকিৎসকরা বলেছিলেন, আমি ১০ বছর বাঁচব। ওই চিকিৎসা সংক্রান্ত নথিও আমার কাছে আছে। অর্থাৎ, ২০২৬ সালে আমিই মরে যাব। আমি প্রায় দু’বছর জেলে খেটে ফেলেছি। এ বার আমাকে জামিন দেওয়া হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *