বদলে যাচ্ছে অত্যাবশ্যকীয় আইন, কৃষিতে বিধি বদলের ঘোষণা অর্থমন্ত্রীর

বদলে যাচ্ছে অত্যাবশ্যকীয় আইন, কৃষিতে বিধি বদলের ঘোষণা অর্থমন্ত্রীর

3 stocks recomended

 

নয়াদিল্লি: তৃতীয় দফায় কেন্দ্রের আর্থিক প্যাকেজের ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ কৃষক, মৎস্য, পশুপালন, দুগ্ধজাত পণ্যের জন্য বেশকিছু ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ কৃষকের আয় বাড়াতে আইন বদলের ঘোষণাও করেছেন নির্মলা৷

সাংবাদিক বৈঠক করে অর্থমন্ত্রী কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা করেন জানান, কৃষি, মৎস্য, পশুপালন, দুগ্ধজাত পণ্যের জন্য আমরা প্যাকেজ ঘোষণা করছি৷ কৃষি ও অন্যান্য ক্ষেত্রের জন্য ১১টি ত্রাণ প্যাকেজও আজ কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে৷ লকডাউনে কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট ১৮ হাজার ৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে৷ কৃষকদের জন্য ১ লক্ষ কোটি টাকার বিশেষ প্রকল্প৷

এদিন অর্থমন্ত্রী জানান, কৃষকদের আয় বৃদ্ধির জন্য কেন্দ্র সরকার সাহায্য করছে৷ এক লক্ষ কোটি টাকার প্যাকেজ দেওয়া হয়েছে কৃষিক্ষেত্রে৷ মৎস্য ক্ষেত্রে ২০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে৷ কৃষকদের জন্য ১ লক্ষ কোটি টাকার প্রকল্প ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে৷ ১ লক্ষ কোটির কৃষি প্যাকেজের আওতায় রয়েছে হিমঘর৷ পশুপালনে ১০০% টিকাকরণের ঘোষণা করা হয়েছে৷ খাদ্য প্রক্রিয়াকরণে ১০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন নির্মলা৷

এদিন অর্থমন্ত্রী জানান, ১৯৫৫ সালের অত্যাবশ্যকীয় পণ্য আইনে বদল আনা হচ্ছে৷ আইন বদলানো হচ্ছে কৃষকদের আয় বাড়ানোর জন্য৷ কৃষরদের যাতে সুবিধা হয়, তা নিশ্চিত করতে এই ব্যবস্থা করা হচ্ছে৷ যাতে ফসলের দাম নির্দিষ্ট পেতে পারেন কৃষকরা৷ কৃষককে ঠকিয়ে যাতে কেউ তাঁর ফসল না কিনতে পারেন, তা এই আইনে স্পষ্ট ভাবে উল্লেখ করা হবে৷ কৃষি পণ্য বিক্রির বিষয়েও আইন আনা হচ্ছে বলেও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ যেকোনও জায়গায় বিক্রি করা যাবে কৃষি পণ্য৷ বিক্রি করতে পারবেন কৃষকরা৷ আন্তঃরাজ্য পরিবহনে বাধা কাটাতে এই আইনের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী৷ পচনশীল সবজি পরিবহনে ৫০০ কোটি টাকা অতিরিক্ত খরচ করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ ৫০% পরিবহনে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ কৃষি পণ্য বিক্রির বিষয়ে আইন সংশোধন করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা৷ পণ্য বিক্রির জন্য তৈরি হচ্ছে নতুন আইন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − six =