বর্ষা আসতেই রাজ্যেজুড়ে ডেঙ্গির প্রকোপ, কলকাতায় আক্রান্ত শতাধিক, শীর্ষে কোন জেলা?

কলকাতা: বর্ষা আসতেই শুরু ডেঙ্গির প্রকোপ৷  গত সাত দিনে রাজ্যের বিভিন্ন জেলায় ১২৯ জন আক্রান্তের হদিশ মিলেছে। শুধু তাই নয়, ২৬ জুন পর্যন্ত রাজ্যে ১…

dengue3

কলকাতা: বর্ষা আসতেই শুরু ডেঙ্গির প্রকোপ৷  গত সাত দিনে রাজ্যের বিভিন্ন জেলায় ১২৯ জন আক্রান্তের হদিশ মিলেছে। শুধু তাই নয়, ২৬ জুন পর্যন্ত রাজ্যে ১ হাজার ৩২৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। কলকাতাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ এখনও পর্যন্ত ১০০ জন ডেঙ্গির কবলে পড়েছেন। তবে সবচেয়ে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে উত্তর ২৪ পরগনায়। চিন্তা বাড়াচ্ছে মালদহ, মুর্শিদাবাদ, হুগলির মতো জেলাগুলিও।

 

২০২৩ সালে পরিস্থিতি ছিল শোচনীয়৷ গত ১২ বছরের রেকর্ড ভেঙে গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছুঁয়ে ফেলেছিল। এ বার যাতে পরিস্থিতি হাতের বাইরে না যায়, তার জন্য এখন থেকেই প্রস্তুতি সেরে ফেলতে চাইছে পুরসভা এবং পঞ্চায়েতগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *