জয়ের মাসপূর্তি! শপথগ্রহণের দাবিতে আজও ধর্নায় সায়ন্তিকা-রায়াত

কলকাতা: গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা  হয়৷ ওই দিনই প্রকাশিত হয়েছিল বরাহনগর এবং ভগবানগোলা উপনির্বাচনের ফল। দুই কেন্দ্রেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা৷ তার…

sayantika rayat

কলকাতা: গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা  হয়৷ ওই দিনই প্রকাশিত হয়েছিল বরাহনগর এবং ভগবানগোলা উপনির্বাচনের ফল। দুই কেন্দ্রেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা৷ তার পর থেকে এক মাস কেটে গিয়েছে৷ অথচ এখনও শপথ নিতে পারেননি দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকার৷ তাঁদের শপথ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। রাজভবনের সঙ্গে মতপার্থক্য দেখা দিয়েছে শাসকদলের।

 

এমতাবস্থায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আইনি পরামর্শ নিতে শুরু করেছেন৷ আগামী দু’দিনের মধ্যে রাজভবন কোনও ইতিবাচক সিদ্ধান্ত না নিলে তিনি নিজেই পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গেও একপ্রস্ত আলোচনা সেরেছেন বিমান। চলতি সপ্তাহের মধ্যে জয়ী প্রার্থীদের শপথবাক্য পাঠ করানো না হলে আগামী সপ্তাহে রাজভবনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারে বিধানসভা সচিবালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *