পড়ে গিয়ে মাথায় রক্ত জমেছিল, রাতেই হয় অস্ত্রোপচার, ভেন্টিলেশনে মুকুল রায়

কলকাতা: সক্রিয় রাজনীতি থেকে বেশ কিছুদিন ধরেই দূরে রয়েছেন তিনি৷ তবে ভোটের আগে বারবার উঠে এসেছিল তাঁর নাম৷ কখনও অর্জুন সিং, কখনও আবার পার্থ ভৌমিক…

কলকাতা: সক্রিয় রাজনীতি থেকে বেশ কিছুদিন ধরেই দূরে রয়েছেন তিনি৷ তবে ভোটের আগে বারবার উঠে এসেছিল তাঁর নাম৷ কখনও অর্জুন সিং, কখনও আবার পার্থ ভৌমিক এমনকী অধীর রঞ্জন চৌধুরীও ছুটে গিয়েছেন তাঁর সঙ্গে দেখা করতে। শরীরটা ভাল নেই তাঁর৷ এরই মধ্যে বুধবার কাঁচরাপাড়ায় নিজের বাড়িতে বাথরুমের সামনে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি৷

জানা গিয়েছে, পড়ে গিয়ে মাথায় রক্ত জমে গিয়েছিল মুকুল রায়ের! রাতেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা দেরি না করে মাঝরাতেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। দেড় ঘণ্টার বেশি সময় ধরে অস্ত্রোপচার করা হয়। ওটি সফল হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷

আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে বঙ্গ রাজনীতির এক সময়ের ‘চাণক্য’কে। চিকিৎসকদের কড়া পর্যপেক্ষণে আছেন তিনি। বৃহস্পতিবার তাঁকে ভেন্টিলেশন থেকে বার করা হতে পারে৷ তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *