ভুলবশত রকেট উড়ল চিনে! ভারতকে নিশানা নাকি?

নয়াদিল্লি: ভুল করে রকেট ছুঁড়ল চিন৷ ভারতের দিকে নিশানা করল নাকি জিনপিংয়ের দেশ৷ না এবার বিষয়টা একেবারেই তেমনটা নয়৷ ভুল করে মহাকাশযানের উৎক্ষেপণ হয়ে গেল…

WhatsApp Image 2024 07 03 at 5.18.30 PM

নয়াদিল্লি: ভুল করে রকেট ছুঁড়ল চিন৷ ভারতের দিকে নিশানা করল নাকি জিনপিংয়ের দেশ৷ না এবার বিষয়টা একেবারেই তেমনটা নয়৷ ভুল করে মহাকাশযানের উৎক্ষেপণ হয়ে গেল সেদেশে। মহাকাশে তীব্র বিস্ফোরণের পর ধ্বংসাবশেষ আবার আছড়েও পড়ল মাটিতে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই৷

চিনের রাজধানী বেজিংয়ের বেসরকারি সংস্থা Space Pioneer, Tianlong-3 নামের রকেটটি পরীক্ষা করে দেখছিল। হেনান প্রদেশের মধ্যভাগে অবস্থিত গংগি শহরে রকেটটি পরীক্ষা করে দেখা হচ্ছিল। রকেটটি উৎক্ষেপণের কোনও পরিকল্পনাই ছিল না। বরং সেটিতে দাঁড় করিয়ে রেখে প্রযুক্তিগত দিকগুলি খতিয়ে দেখা হচ্ছিল। সেই সময়ই দুর্ঘটনা ঘটে যায়। রীক্ষা-নিরীক্ষা চলাকালীন হঠাৎই রকেটের অ্যাঙ্করিং মেকানিজম, অর্থাৎ যে প্রক্রিয়ায় রকেটটিকে বেঁধে রাখা হয়, সেটি বিকল হয়ে যায়। পরিকাঠামোগত গোলযোগের জেরে রকেটটি টেস্টিং প্ল্যাটফর্ম থেকে আলাদা হয়ে যায় এবং ইঞ্জিন চালু হয়ে গিয়ে ঊর্ধ্বমুখে রওনা দেয়। মাত্র ৫০ সেকেন্ডই আকাশে ছিল সেটি। তার পর বিস্ফোরণ ঘটে এবং ধ্বংসাবশেষ আছড়ে পড়ে মাটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *