ঘরে ফেরা শ্রমিকদের দিয়ে শিল্প চাঙ্গা করার সুবর্ণ সুযোগ রয়েছে বাংলায়: উদ্যোগপতি

ঘরে ফেরা শ্রমিকদের দিয়ে শিল্প চাঙ্গা করার সুবর্ণ সুযোগ রয়েছে বাংলায়: উদ্যোগপতি

3 stocks recomended

কলকাতা: কোভিড-১৯ অতিমারির জেরে ভিন রাজ্যে কর্মরত শ্রমিক, মজুররা কাতারে কাতারে নিজের রাজ্যে ফিরে আসছেন। একে তো ভাইরাসের ভয়, সঙ্গে দোসর কর্মহীনতা। অনিশ্চিত ভবিষ্যত নিয়েই নিজের নিজের রাজ্যে ফিরে যাচ্ছেন শ্রমিকেরা। কিন্তু অ্যাসকন ইনফ্রাস্ট্রাকচার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর লক্ষ্মণ জয়সওয়াল মনে করছেন, শ্রমিকদের এই ঘরে ফেরা পশ্চিমবঙ্গের জন্য শাপে বর হতে পারে। শনিবার এক বিবৃতিতে এই উদ্যোগপতি জানিয়েছেন, বিভিন্ন রাজ্য থেকে ফিরে আসা এই দক্ষ শ্রমিকদের কাজে লাগিয়ে বাংলায় শিল্পক্ষেত্রে উন্নতি করার এ এক সুবর্ণ সুযোগ।

এই মর্মে ইতিমধ্যেই এ রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন লক্ষ্মণ। তিনি বলেছেন, ‘আমি রাজ্য সরকারের কাছে আবেদন করব বাংলায় লগ্নিকারীদের জন্য শ্রমিক আইন থেকে জমি পাওয়া এবং ব্যবসা করা, সমস্ত প্রক্রিয়া সহজ করে তোলার।’ বাংলার জমি, হাওয়া এবং জলের জোগান এমনিতেই ভাল বলে মনে করেন তিনি। সেই সঙ্গে আছে সহনশীল আবহাওয়া। তাই ঘরে ফেরা শ্রমিকদের সঙ্গী করে একাধিক নতুন শিল্পের সূচনা করা যথেষ্টই সম্ভবপর বলে মনে করেন এই উদ্যোগপতি। তিনি বলেন, ‘বাংলার একজন উদ্যোগপতি হিসেবে আমি মুখ্যমন্ত্রীকে বলব এই সুযোগ হাতছাড়া না করতে।’

লক্ষ্মণ জয়সওয়ালের পরিকাঠামো, নির্মাণ, কৃত্রিম ইন্টেলিজেন্স, মার্বেল, টেক্সটাইল, গ্র্যানিট পাথরের বিপুল ব্যবসা বাংলা ছাড়াও কর্নাটক এবং দুবাইতে বিস্তৃত। শনিবারের বিবৃতিতে এই ব্যবসায়ী জানান, গুজরাট, রাজস্থানে সোনার কাজ করার হাজার হাজার দক্ষ শ্রমিক এখন বাংলায় ফিরে এসেছেন এবং আসছেন। তাদের সঙ্গী করে বাংলায় ‘গোল্ড হাব’ তৈরি করার কথা ভাবা যেতেই পারে। এছাড়াও অন্যান্য ক্ষেত্রের দক্ষ শ্রমিকদের নিয়েও নানান ধরনের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে বলে মনে করছেন লক্ষ্মণ জয়সওয়াল। কথা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভরতা’ প্রকল্পের যথেষ্ট প্রশংসা করেছেন তিনি। উদ্যোগপতির ভাবনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =