সংবিধান দিবস পালনে বাধা দিয়েছিল বিরোধীরা! মোদীর বক্তব্যের মাঝেই ‘ঝুট ঝুট’ রব তুলে ওয়াকআউট

নয়াদিল্লি: তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর বুধবার প্রথম রাজ্যসভায় প্রথম বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের একহাত নিয়ে বললেন, ‘‘দেশের মানুষ ‘প্রোপাগান্ডা’র রাজনীতিকে পরাস্ত করে…

modi rajyasabha

নয়াদিল্লি: তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর বুধবার প্রথম রাজ্যসভায় প্রথম বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের একহাত নিয়ে বললেন, ‘‘দেশের মানুষ ‘প্রোপাগান্ডা’র রাজনীতিকে পরাস্ত করে ‘পারফরম্যান্স’কে গুরুত্ব দিয়েছেন৷ এদিন তাঁর বক্তব্যের শুরুতে উঠে আসে সংবিধানের ৭৫ তম বর্ষের কথাও৷ বিরোধীদের একহাত নিয়ে তিনি বলেন, ‘‘বিরোধীরা হাতে সংবিধানের পুস্তিকা নিয়ে লাফালাফি করছে। অথচ আমি ২৬ নভেম্বর সংবিধান দিবস চালু করার কথা বলেছিলাম, তখন আপত্তি জানিয়েছিলেন এই বিরোধীরাই। তখন ওঁরা বলেছিলেন, ‘২৬ জানুয়ারি তো রয়েছে! তাহলে নতুন করে সংবিধান দিবসের কী দরকার?’’

 

এদিকে, মোদীর বক্তব্যের মাঝেই ‘ঝুট ঝুট’ রব তোলেন বিরোধীরা। মল্লিকার্জুন খড়্গে-সহ বিরোধী নেতারা কাগজ দেখিয়ে মোদীর বক্তব্যের তীব্র বিরোধিতা জানান। পরে তারা রাজ্যসভা থেকে ওয়াক আউটও করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *