১০০ কোটির মালিক! অথচ সংসারই চলছে না জেলবন্দি বাকিবুরের, চেক সইয়ের অনুমতি দিল আদালত

কলকাতা: গত বছর ১৩ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হন বাকিবুর রহমান৷ তিনি পেশায় ব্যবসায়ী। তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেও পরিচিত। তদন্তে নেমে…

কলকাতা: গত বছর ১৩ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হন বাকিবুর রহমান৷ তিনি পেশায় ব্যবসায়ী। তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেও পরিচিত। তদন্তে নেমে বাকিবুরের বিপুল সম্পত্তির হদিশ পায় ইডি। প্রাথমিক ভাবে জানা যায়, বাকিবুর প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির মালিক৷ কিন্তু কোটিপতি সেই বাকিবুরের পরিবারেরই খাবার জুটছে না৷

আসলে রেশন দুর্নীতির তদন্তে নেমে বাকিবুরের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে ইডি। এর মধ্যে রয়েছে তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টও৷ এখন বাকিবুরের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই টাকা তুলতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরা। এমতাবস্থায় চেক সই করতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন বাকিবুর। আদালত তাঁর আর্জি শুনেছে৷ বিচারকের নির্দেশ, জেলে গিয়ে এক জেল কর্মীর উপস্থিতিতে চেকে সই করাতে পারবেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *