medical case
কলকাতা: মেডিকেলে ভর্তি সংক্রান্ত যাবতীয় মামলা সরল সুপ্রিম কোর্টে৷ এই মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় রাখল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ৷ সোমবার বেঞ্চ জানায়, মেডিকেল সংক্রান্ত সবকটি মামলা এবার শুনবে শীর্ষ আদালতে।
ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে মেডিকেলে ভর্তির অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। এই মামলাকে কেন্দ্র করে সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের মধ্যে বেনজির সংঘাতের আবহ তৈরি হয়৷ স্বতঃপ্রণোদিত ভাবে তাতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট৷ হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়৷ দুই বিচারপতির বেনজির সংঘাতের কার্যকারণ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ জন বিচারপতিকে নিয়ে বিশেষ বেঞ্চ তৈরি করা হয়েছে।