পরীক্ষা না দিয়েই UPSC-ক্র্যাক? বিতর্কে স্পিকার-কন্যা! জানেন আসল সত্যিটা?

নয়া দিল্লি: লোকসভায় দ্বিতীয়বার স্পিকার হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকেই চর্চায় ওম বিড়লা৷ নেপথ্যে একটি পোস্ট। তাও আবার তাঁর কন্যাকে ঘিরে। বিরোধীদের দাবি, ওম বিড়লার…

নয়া দিল্লি: লোকসভায় দ্বিতীয়বার স্পিকার হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকেই চর্চায় ওম বিড়লা৷ নেপথ্যে একটি পোস্ট। তাও আবার তাঁর কন্যাকে ঘিরে। বিরোধীদের দাবি, ওম বিড়লার কন্যা অঞ্জলি বিড়লা নাকি  পরীক্ষায় না বসেই ইউপিএসসি-তে উত্তীর্ণ হয়েছেন৷ এবং সরকারি চাকরিও করছেন!

 

জুন মাস থেকেই সোশ্যাল মিডিয়ায় অঞ্জলিকে নিয়ে শুরু গুঞ্জন৷ তাঁর ছবি পোস্ট করে লেখা হচ্ছে, “ভারতই একমাত্র দেশ, যেখানে পরীক্ষায় না বসেই ইউপিএসসি-তে পাশ করা যায়। এর জন্য শুধু লোকসভার স্পিকারের কন্যা হতে হবে। পেশায় মডেল ওম বিড়লার কন্যা অঞ্জলি বিড়লা পরীক্ষা না দিয়েই ইউপিএসসি পাশ করে দিয়েছে। মোদী সরকার দেশের শিক্ষা ব্যবস্থার মজা ওড়াচ্ছে।”

 

জানেন সত্যিটা কী?
তথ্য বলছে ২০১৯ সালে ইউপিএসসি পরীক্ষায় বসেছিলেন অঞ্জলি বিড়লা৷ প্রথম প্রচেষ্টাতেই তিনি সফল হন৷ ২০২০ সালের ৪ অগাস্ট পরীক্ষার ফল প্রকাশিত হয়। কনসলিডেটেড রিজার্ভ লিস্টে ৮৯ জনের মধ্যে ছিলেন অঞ্জলিও৷ বর্তমানে তিনি রেল মন্ত্রকে কর্মরত৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *