মোদীকে খোঁচা দিয়ে কল্যাণের চু কিতকিত! হাসির রোল লোকসভায়

নয়াদিল্লি:  শপথগ্রহণের সময়ে চণ্ডীস্তোত্র পাঠ করে সাড়া ফেলে দিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সংসদে তাঁর প্রথম বক্তৃতায় উঠল হাসির রোল৷ কল্যাণকাণ্ডে মহুয়া মৈত্র, সায়নী…

chu kitkit

নয়াদিল্লি:  শপথগ্রহণের সময়ে চণ্ডীস্তোত্র পাঠ করে সাড়া ফেলে দিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সংসদে তাঁর প্রথম বক্তৃতায় উঠল হাসির রোল৷ কল্যাণকাণ্ডে মহুয়া মৈত্র, সায়নী ঘোষ, সাজদা আহমেদরা তো বটেই, ভিন্ দলের সাংসদেরাও হেসে খুন৷ মোদীকে বিঁধে করলেন চু কিতকিত!

 

কল্যাণের বক্তৃতার এই অংশটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে৷ সেখানে ব্যঙ্গের সুরে কল্যাণকে বলতে শোনা যায়, ‘‘বলেছিল, এ বার ৪০০ পার! খেলা শুরু হয়ে গিয়েছিল। খেলা তো অনেক রকমই হয়। চু কিতকিতও একটা খেলা। চু কিতকিতে চু ধরা ছিল ৪০০তে । তার পর কিতকিতকিতকিতকিতকিতকিতকিতকিত…করে কত হল? ২৪০!’’ দু’হাত উপরে তুলে ‘কিতকিত’ বলতে বলতে কল্যাণ যখন দু’হাত উপর থেকে নীচের দিকে নামাচ্ছেন, তখন হাসির রোল ওঠে সংসদে৷ তবে তাঁর পাশে সুদীপ ছিলেন গুরুগম্ভীর মুখে৷

 

এখানেই থামেননি কল্যাণ৷ তিনি আরও বলেন, “আপনি কোনও প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। আপনার ‘মন কি বাত’ হোক বা দিল কি বাত—কিছুই পূরণ হয়নি।”

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *