দিওয়ালির আগেই ধামাক! মোবাইল বা টিভি-ফ্রিজ, কমল ইলেকট্রনিক্স পণ্যের দাম

নয়া দিল্লি: বাজেট মানেই আমআদমির নজর থাকে দ্রব্যমূল্যের দিকে৷ কোন পণ্যের দাম বাড়ল, কোন পণ্যের দাম কমল তা জানতে উদগ্রীব থাকে সকলে৷ তবে এবার আর…

নয়া দিল্লি: বাজেট মানেই আমআদমির নজর থাকে দ্রব্যমূল্যের দিকে৷ কোন পণ্যের দাম বাড়ল, কোন পণ্যের দাম কমল তা জানতে উদগ্রীব থাকে সকলে৷ তবে এবার আর বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হল না৷  তার আগেই মিলল খুশির খবর। ইলেকট্রনিক্স পণ্যের উপরে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক৷ এর ফলে বাজারে সস্তা হল মোবাইল ফোন, টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন সহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য৷

২৭ ইঞ্চির টিভি, মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটরের উপরে আর ৩১.৩ শতাংশ জিএসটি নয়। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। দাম কমবে মোবাইলেরও৷ পাশাপাশি, ২৭ ইঞ্চি বা তার কম আয়তনের টিভির উপরও জিএসটি ৩১.৩ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে৷ তবে ৩২ ইঞ্চি বা তার বেশি আয়তনের স্মার্ট টিভির ক্ষেত্রে ৩১.৩ শতাংশ হারেই জিএসটি বজায় থাকছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *