আরও ৩ মাস দিতে হবে না EMI, ঘোষণা RBI-এর

আরও ৩ মাস দিতে হবে না EMI, ঘোষণা RBI-এর

3 stocks recomended

নয়াদিল্লি: করোনা মহামারীর পরিস্থিতির মধ্যে ৩ মাসের জন্য ঋণের উপর মোরেটোরিয়ামের মায়েদ বাড়াল রিজার্ভ ব্যাক অফ ইন্ডিয়া৷ এর আগে গত মার্চে ৩ মাসের জন্য মোরেটোরিয়ামের ঘোষণা করা হয়৷ এবার দু’ দফায়, এবার ছয় মাসের মোরেটোরিয়ামের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেছে দেশের শীর্ষ ব্যাংক৷

রিজার্ভ ব্যাক অফ ইন্ডিয়ার এই ঘোষণার জেরে আগামী তিন মাস ঋণের কিস্তি স্থগিত রাখা হবে গ্রাহকদের আবেদনের ভিত্তিতে৷ এই ছ’মাস ঋণের কিস্তি দিতে না পারলে কোনও গ্রাহকের ক্রেডিট ইতিহাসের ওপর কোনও নেতিবাচক প্রভাব পড়বে না৷

দেশের শীর্ষ ব্যাংকের এই ঘোষণা সমস্ত বাণিজ্যক ব্যাংকগুলিকে কার্যকর হবে৷ কো-অপারেটিভ ব্যাংক থেকে শুরু করে হাউজিং ফিনান্সকেও মানতে হবে আরবিআইয়ের এই সিদ্ধান্ত৷আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস আজ শুক্রবার জানিয়েছেন, পয়লা জুন থেকে ৩১ অগস্ট পর্যন্ত এই ছাড়ের সুবিধা দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *