নদী গিলছে গ্রাম, প্রতিশ্রুতি অধরাই! লাঠি উঁচিয়ে রাজ্যের মন্ত্রী-বিডিওকে তাড়া মালদহে

মাহদহ: বছরের পর বছর ধরে গঙ্গার ভাঙনের কবলে গ্রামবাসীরা৷ রবিবার দুপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে  মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রামে যান রাজ্যের…

মাহদহ: বছরের পর বছর ধরে গঙ্গার ভাঙনের কবলে গ্রামবাসীরা৷ রবিবার দুপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে  মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রামে যান রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। তাঁর সঙ্গে ছিলেন ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)৷ কিন্তু তাঁদের দেখতে পেয়েই তেতে ওঠে গ্রামবাসীরা৷ পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে, গ্রামবাসীদের তাড়া খেয়ে এলাকা ছাড়েন মন্ত্রী-বিডিও৷ কোনওমতে নৌকোয় উঠে মারমুখী জনতার হাত থেকে প্রাণ রক্ষা করেন তাঁরা।

গ্রামবাসীদের অভিযোগ, ভাঙনের জেরে জমি, ঘরবাড়ি সব কিছু নদী গর্ভে চলে যাচ্ছে৷ কিন্তু পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন কোনও উদ্যোগ নেয়নি। তাঁদের আরও অভিযোগ, ‘‘গতবারও নদী ভাঙনের পর তাজমুল হোসেন এসেছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। কিন্তু তারপর আর তাঁর দেখা মেলেনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *