রাজ্যপালের ‘কীর্তি’ ফাঁসের হুঁশিয়ারি কুণালের! দিল্লির তাজ হোটেলে কী ঘটেছিল?

কলকাতা: উপ নির্বাচনে জয়ী তৃণমূলের দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ নিয়ে জট এখনও কাটছে না। সমস্যার সামাধান চেয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে…

kunal bose2

কলকাতা: উপ নির্বাচনে জয়ী তৃণমূলের দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ নিয়ে জট এখনও কাটছে না। সমস্যার সামাধান চেয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যপাল বোসের আচরণ ‘সুস্থ গণতন্ত্রের পরিপন্থী’ বলেও উল্লেখ করা হয়েছে। কথা হয়েছে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গেও৷ প্রয়োজনে আইনি পদক্ষেপ করতেও পিছপা হবে না বলে জানিয়েছেন স্পিকার।

এহেন পরিস্থিতিতে রাজ্যপালকে ডেডলাইন বেঁধে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি সাফ বলেন, ‘‘রাজ্যপালকে আমি সম্মান করি। তবে তৃণমূলের একজন সৈনিক হিসেবে বলতে পারি উনি বিজেপির লোকের মতো আচরণ করছেন।’’ হুঁশিয়ারি দিয়ে কুণাল এও বলেন, ‘‘সোমবার বেলা ৩টে পর্যন্ত দেখব, তাঁর মধ্যে আমাদের দু’জন জয়ী প্রার্থীর শপথগ্রহণের ব্যবস্থা করা না হলে দিল্লির তাজ হোটেলে কী ঘটেছিল, সে কথা মঙ্গলবার থেকে প্রকাশ্যে আসতে শুরু করবে।’’

প্রসঙ্গত, রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনার পরই তৃণমূলের তরফে দিল্লির তাজ প্যালেসেও এরকম একটি ঘটনায় রাজ্যপালের নাম জড়িয়েছিল বলে ইঙ্গিত করেছিল। অনেকেই মনে করছেন, কুণাল বুঝি ওই ঘটনাই প্রকাশ্যে আনতে চাইছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *