ফের বদলে গেল MSME-র সংজ্ঞা, শেয়ার বাজারে লগ্নির সুযোগ দিচ্ছে কেন্দ্র

ফের বদলে গেল MSME-র সংজ্ঞা, শেয়ার বাজারে লগ্নির সুযোগ দিচ্ছে কেন্দ্র

3 stocks recomended

 

নয়াদিল্লি: করোনা আবহে ঝিমিয়ে পড়া ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে ফের একদফায় একগুচ্ছ ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রীসভা৷ বেশকিছু সংস্কারের বিষয়ে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ এমএসএমই ক্ষেত্রে দ্বিতীয় দফায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করার ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷

আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ তিনি জানিয়েছেন, ক্ষুদ্র-কুটির ও মাঝারি শিল্পের জন্য কেন্দ্র সরকার স্বাধীনতার পর এই প্রথম কোনও বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ এখন থেকে এমএসএমই ক্ষেত্রের যেকনও শিল্পোদ্যোগী শেয়ার মার্কেটে সরাসরি বিনিয়োগ করতে পারবেন৷ তবে, দু’মাসের ব্যবধানে দু’বার এমএসএমই ক্ষেত্রে সংজ্ঞা বদল করেছে কেন্দ্র৷
 

কেন্দ্রীয় মন্ত্রীসভার তরফে এমএসএমই ক্ষেত্রের সংজ্ঞা বদল করে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, এমএসএমই উন্নয়ন আইন অনুযায়ী ১৪ বছরে এই প্রথম ক্ষুদ্র ও মাঝারি শিল্পের  সংজ্ঞা বদল করা হল৷ ১৩ মে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য যে প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, তার কিছু বদল আনার ঘোষণা করেছেন জাভড়েকর৷ জানান, ৫০ কোটির বিনিয়োগ, ১৫০ কোটির বার্ষিক লেনদেন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে৷ অর্থাৎ ৫০ কোটির বিনিয়োগ, ১৫০ কোটির বার্ষিক লেনদেন থাকা কোনও সংজ্ঞা সরাসরি শেয়ারবাজারে তাঁদের বিনিয়োগ করতে পারবে৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ২০ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী৷ ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পকে আর্থিক প্যাকেজ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷

এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি জানিয়েছেন, যাঁদের জিএসটি রেকর্ড ভালো থাকবে, যাঁরা কোটি কোটি টাকার রফতানি করতে পারবে, তাঁরা বাড়তি সুবিধা পাবেন৷ ১৫০ কোটির বার্ষিক লেনদেন থাকলেই বিনাশর্তে ঋণের সুযোগ থাকবে পাবে তাঁরা৷ অর্থাৎ ব্যাবসায়ীক মোটা লেনদেন না হলে ঋণের শিকে ছিঁড়বে না বলেও ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *