দিল্লিতে দুর্যোগ! প্রবল বৃষ্টিতে ধসে পড়ল বিমানবন্দরের ছাদ, আহত কমপক্ষে ছয়

নয়াদিল্লি: তীব্র গরমের পর বৃষ্টি নেমেছে দিল্লিতে৷ প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী। বৃষ্টির দাপটে শুক্রবার সকালে ভেঙে পড়ে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ। ছাদের…

নয়াদিল্লি: তীব্র গরমের পর বৃষ্টি নেমেছে দিল্লিতে৷ প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী। বৃষ্টির দাপটে শুক্রবার সকালে ভেঙে পড়ে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ। ছাদের একাংশ ভেঙে পড়ে বাইকে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির উপর৷ এই ঘটনায় আহত কমপক্ষে চার। সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘটে এই বিপত্তি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে৷ শুরু হয় উদ্ধারকাজ।

 

এই ঘটনার বেশ কয়েকটি ভিডিয়োও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিয়োতে দেখা গিয়েছে,  এক নম্বর টার্মিনালে দাঁড়িয়ে থাকে বেশ কয়েকটি গাড়ির উপর ছাদের একাংশ ভেঙে পড়ায় সেগুলি দুমড়ে মুচড়ে গিয়েছে। একটি গাড়ির ভিতরে আটকে পড়া এক ব্যক্তিতে উদ্ধারের চেষ্টা চলছে।

দিল্লি বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শীঘ্রই ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরিয়ে মেরামতির কাজ শুরু করা হবে। দুর্ঘটনার কারণে আপাতত এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত বিমানের উড়ান স্থগিত রাখা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *