mamata banerjee
কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। উত্তর ২৪ পরগনার রায়গঞ্জে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে তাঁর সাফ বার্তা, কেউ জেনেশুনে ভুল করলে আইন আইনের পথে চলবে৷ সেই সঙ্গে দিলেন নিয়োগের আশ্বাস৷ তিনি বলেন, “স্কুলে প্রচুর নিয়োগ হবে। আপনারা আবেদন করুন, নিশ্চয় চাকরি পাবেন। এক আধজনের ছোট্ট একটা ভুলের জন্য…।” এখানে থেমে না থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, “মনে রাখবেন, একসাথে থাকলে থালাবাটিতেও ঠোকাঠুকি লাগেই। তার পর আবার সেটা ঠিকও হয়ে যায়। ঠোকাঠুকি যেটা হয় সেটা করে অজান্তে।” তবে তাঁর সাফ হুঁশিয়ারি, “কেউ যদি জেনেশুনে ভুল করে, তাহলে তাঁকে ক্ষমা করা উচিত নয়। আইন আইনের পথে চলবে৷’’