রথীন বারোটা বাজিয়ে দিয়েছে…’,হাওড়া পুরসভার কাজে বিরক্ত মমতা

কলকাতা: রাজ্যের পুর পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যের প্রায় সকল পুরসভার পুরপিতাদের সঙ্গে বৈঠকে প্রায় সমস্ত প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে উষ্মা…

কলকাতা: রাজ্যের পুর পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যের প্রায় সকল পুরসভার পুরপিতাদের সঙ্গে বৈঠকে প্রায় সমস্ত প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন তিনি। হাওড়া পৌরনগরমের ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জমি দখল থেকে দুষ্কৃতী কার্যকলাপ-একাধিক বিষয়ে তোপ দাগেন তিনি। নাম না করে চার বিধায়কের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী৷

 

তিনি বলেন, “হাওড়া জুড়ে বেআইনি ভবন গড়ে উঠছে। রথীন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে বারোটা বাজিয়ে দিয়ে গিয়েছে। ওখানে তো বোর্ড মেম্বার, কখনও কমিশনার,ডিএম এসপি, মন্ত্রী আছে।” তিনি আরও বলেন, “সরু রাস্তায় বাড়ি বানানো হয়েছে। অ্যাম্বুলেন্স ঢোকার জায়গাটুকুও নেই। অথচ কোনও অ্যাকশন নেওয়া হয় না।” প্ল্যান পাশ করতে গিয়ে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। অথচ রাজ্য অনলাইন ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু সেটা কাজে লাগানো হয়নি। মমতা বলেন, ‘‘এর মধ্যে অনেকেই যুক্ত রয়েছে। সাংবাদিকদের সামনে নাম নিলাম না। একটা গ্রুপ তৈরি হয়েছে। খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *