৭ দিনে ৩ টাকা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, চরমে মূল্যবৃদ্ধির আশঙ্কা

৭ দিনে ৩ টাকা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, চরমে মূল্যবৃদ্ধির আশঙ্কা

imagesmissing

কলকাতা: দীর্ঘ লকডাউনের কারণে মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি৷ উপার্জন কমেছে সাধারন জনতার৷ কাজ হারিয়েছেন বহু শ্রমিক৷ বিভিন্ন বেসরকারি দপ্তরে শুরু হয়েছে কর্মী ছাঁটাই পর্ব৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন সাধারণ মধ্যবিত্ত জনতা ভবিষ্যৎ নিয়ে কূলকিনারা খুঁজে পাচ্ছেন না, ঠিক তখন এক লাফে বেশ খানিকটা বাড়ল জ্বালানি তেলের দাম৷ টানা ৭ দিনে পেট্রোল-ডিজেলের দাম প্রায় ৩ টাকার বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছে৷ আর তাতেই বাড়ছে মূল্যবৃদ্ধির আশঙ্কা৷

আরও মহার্ঘ পেট্রোল ও ডিজেলের দাম৷ এই নিয়ে পরপর ৭ দিন ধরে বাড়ল জ্বালানি তেলের দাম৷ কলকাতায় এই মুহূর্তে জ্বালানি তেল পেট্রোলের দাম ৫৭ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ টাকা ৫ পয়সা৷ এক লাফে বেশ খানিকটা বেড়েছে ডিজেলের দাম৷ লিটার প্রতি ডিজেলের দাম ৫৩ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ টাকা ২৩ পয়সা৷

অনলক ওয়ান পর্ব শুরু হওয়ার পর গত ৭ দিনে ধারাবাহিকভাবে তিন টাকা ৭৫ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে৷ একইসঙ্গে ডিজেলের দাম গত সাত দিনে বেড়েছে ৩ টাকা ৬১ পয়সা৷ লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির জেরে মূল্যবৃদ্ধির মেঘ জমতে শুরু করেছে বাংলার আকাশে৷ লাগাতার এই দাম বৃদ্ধির ফলে রাজ্য ও কেন্দ্রের মুনাফা বাড়লেও সাধারণ জনতার পকেটে ধরেছে টান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *