মোদীর শপথ গ্রহণের মাঝে বিক্ষোভ ‘ইন্ডিয়া’র, সংবিধান হাতে ঐক্যবদ্ধ প্রতিবাদ

নয়াদিল্লি: সংসদে তখন শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা৷ সংসদের বাইরে সংবিধান হাতে সেই সময় তুমুল বিক্ষোভ দেখালেন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সাং‌সদরা।…

sonia protest

নয়াদিল্লি: সংসদে তখন শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা৷ সংসদের বাইরে সংবিধান হাতে সেই সময় তুমুল বিক্ষোভ দেখালেন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সাং‌সদরা। সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দিনই গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হন বিরোধী সাংসদদের একাংশ। দাবি, সংবিধান বাঁচাতে হবে৷ বিক্ষোভে সামিল হল কংগ্রেসের সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, এনসিপি(এসসিপি)-র সুপ্রিয়া সুলেরা।

 

বিরোধী সাংসদদের একাংশ আবার ছিলেন সংসদের ভিতরে৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংসদ হিসাবে শপথ নেওয়ার সময়, বিরোধী বেঞ্চ থেকে ‘নিট-নিট’ বলে স্লোগান ওঠে তোলেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *