সাংসদ হিসাবে শপথ! ‘সহমতের’ ভিত্তিতে দেশ চালানোর বার্তা প্রধানমন্ত্রী মোদীর

কলকাতা: সাংসদ হিসাবে ও লোকসভার নেতা হিসাবে সোমবার শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বার এনডিএ সরকারের শপথ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ থেকে শুরু হল…

কলকাতা: সাংসদ হিসাবে ও লোকসভার নেতা হিসাবে সোমবার শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বার এনডিএ সরকারের শপথ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ থেকে শুরু হল ১৮ তম সংসদ অধিবেশন। সকাল ১০টা নাগাদ প্রোটেম স্পিকার হিসেবে বিজেপির ভতৃহরি মহতাবকে শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আপাতত লোকসভার কাজ সামলাবেন এই প্রোটেম স্পিকার৷

 

অধিবেশনের শুরুতে সংসদ ভবনের বাইরে সাংবাদিক বৈঠক করে ১৮-র গুরুত্ব বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন সংসদ ভবনে তৃতীয়বার সরকার চালাতে প্রতিশ্রুতি দিলেন তিনি৷ বলেলন, নতুন বিশ্বাসের সঙ্গে ও নতুন উদ্যমে ফের অধিবেশনের কাজ শুরু হবে। সহমতের ভিত্তিতেই কাজ করবে কেন্দ্রের সরকার।

 

২৫ জুন দিনটির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘সংসদকে যাঁরা সম্মান করেন, তাঁরা দিনটি ভুলতে পারবেন না। ৫০ বছর আগে এই দিনেই দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সেটা ছিল দেশের অন্ধকার অধ্যায়৷’’ তিনি আরও বলেন, ‘‘আমরা গৌরবের সঙ্গে সংবিধানকে রক্ষা করতে সক্ষম হয়েছি। দেশবাসী সংকল্প নেবে যে ভবিষ্যতে যেন আর কেউ কখনও এই কালো দিন আনার সাহস দেখাতে না পার৷ আমরা জনগণের স্বপ্ন পূরণে সংকল্পবদ্ধ।”

 

বিরোধীদের উদ্দেশে তাঁর বার্তা, ‘‘এখনও পর্যন্ত বিরোধীরা আমাকে হতাশ করেছে। তবে আশা করছি, সংসদে তারা সুষ্ঠু ভাবে দায়িত্ব পালন করবে। কারণ মানুষ স্লোগান নয়, কাজ চায়।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *